Halloween Costume ideas 2015

টিকা নিলেই ১০০ ডলার দেবে সরকার

সোনারগাঁও দর্পণ :

টিকা নিলেই ১০০ ডলার দেবে সরকার। এমনই ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু ঘোষণাই নয়, টিকা গ্রহণকারীকে টিকা প্রদানের সাথে এই অর্থ তুলে দিতে দেশটির সকল অঙ্গরাজ্য, আঞ্চলিক এবং স্থানীয় সরকারগুলোকে নির্দেশও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে টিকাদানের হার বাড়ানোর লক্ষ্যে এই পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন রাজস্ব দফতর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানায়, আমেরিকান উদ্ধার পরিকল্পনা আইনের আওতায় দেশটির অঙ্গরাজ্য, স্থানীয়, আঞ্চলিক ও উপজাতীয় সরকারগুলোর জন্য ৩৫ হাজার কোটি ডলার তহবিল থেকে বরাদ্দ দেয়া যেতে পারে। রাজস্ব দফতর এ বিষয়ে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। কারণ তারা এমন একটি ট্যাক্স ক্রেডিট বাড়িয়েছে যে, তার আওতায় চাকরিদাতারা কর্মচারীদের টিকা নেয়ার সময় সবৈতনিক ছুটির জন্য মজুরি দাবি করতে পারবেন।

অবশ্য এর আগেই নিউইয়র্ক সিটি মেয়র বিল ডে বøাসিও শহরটিতে প্রত্যেক নতুন টিকাগ্রহীতাকে ১০০ ডলার করে দেয়ারও ঘোষণা দিয়েছেন।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget