সাইফুল ইসলাম (২৬) ও নাসির (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব - ১১’র সদস্যরা। গ্রেফতারকৃতরা সহোদর। তারা উপজেলার কাঁচপুর এলাকার হাজী পিয়ার আলীর ছেলে।
শুক্রবার দুপুরে কাঁচপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব ১১-’র মিডিয়া অফিসার (আদমজীনগর) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, আসামীদের গ্রেফতার করার সময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৬ হাজার ৬ শত ১০ টাকা জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক আইনে মামলা দেয়া হয়েছে।
Post a Comment