সোনারগাঁও দর্পণ :
১৪ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের রামুর ইয়াবা ব্যবসায়ী হেলাল (৩০)’কে আটক করেছে র্যাব-৩ এর সদস্যরা। শুক্রবার (৩০ জুলাই) সকালে সোনারগাঁও উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চলের এস ইন্টারন্যাশনাল সিএনজি ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত হেলাল কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় এলাকার ইউসুফের ছেলে।
র্যাব-৩ থেকে জানানো হয়েছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মাদক বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং দীর্ঘ দিন ধরেই সে নানান কৌশলে ইয়াবা ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা হবে বলেও জানায় র্যাব।
এদিকে থানা পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত র্যাব-৩ থেকে এ সংক্রান্ত কোন তথ্য বা মামলার কাগজ তারা পাননি।
Post a Comment