করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে যে মন্দাভাব বিরাজ করছে তা মোকাবেলা করতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের তিন তিনবারের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। বৃহস্পতিবার সকালে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদে করোনা দুর্যোগ মোকাবিলায় ঈদ উপলক্ষ্যে দুস্থ্য ও অসহায়দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পাঠানো উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
এ সময় চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু বলেন, দেশে সকল দুস্থ্যদের পাশে দাড়ানো সরকারের একার পক্ষে সম্ভব নয়। আর সরকার দাড়াতে পারলেও তা যথেষ্ট হবেনা। তাই আত্মঅহমিকা ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমাজের আর্থিকভাবে স্বচল ও ধনীরাও যদি বর্তমান সময়ে দুস্থ্যদের পাশে দাড়ান, তাহলে চলমান দুবস্থা কাটিয়ে ওঠা সম্ভব।
মোগরাপাড়া ইউনিয়নের অসহায় ও অতিদরিদ্র ৫৬০ টি পরিবারের সদস্যদের প্রত্যেকের হাতে ভিজিএফের ১০ কেজি করে চালের ব্যাগ তুলে দেন তিনি।
চাল বিতরণের সময় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য শিপন সরকার, ৪নং ওয়ার্ডের সদস্য মজিবুর রহমান, আবু তাহের মেম্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Post a Comment