সোনারগাঁও দর্পণ :
অসহনীয় যানজট যেন কিছুতেই পিছু ছাড়ছেনা মহাসড়ক দিয়ে চলাচলকারী ও যাতায়াতকারীদের। সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং বন্দর উপজেলার মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদের উপর লাঙ্গলবন্ধ সেতু সংস্কারের কারণে কঠোর লকডাউন চলাকালে টানা ৪ দিনের মধ্যে ৩ দিন বিকল্প সরু পথ ব্যবহার করে বিপাকে পড়ে ঢাকা-চট্টগ্রাম রুটের যাত্রীরা।
এদিকে, পবিত্র ঈদুল আযহাকে ঘিরে কঠোর লকডাউন শিথিলের পর থেকে সড়কে অতিরিক্ত গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় আবারও সেই একই চিত্র। এবার ঢাকা-চট্টগ্রাম সড়কের সাথে যুক্ত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক।
খোঁজ নিয়ে জানাগেছে, ঢাকা-চট্টগ্রাম রুটের মেঘনা টোল প্লাজা, মদনপুর, কাঁচপুর, চিটাগাংরোড, সাইনবোর্ড এবং ঢাকা-সিলেট মহাসড়কের সুলতানা কামাল সেতু, যাত্রামুড়া, বরাব, গাউছিয়াসহ বেশ কয়েকটি পয়েন্টে শুক্রবার প্রায় সারাদিনই যানজট ছিল। তবে, থেমে থেমে গাড়ি চলতে দেখা গেছে বেশ কিছু সময়। সড়ক ও জনপদের লোকজনের দাবি, সড়কে গাড়ির অনেক চাঁপ থাকায় প্রতিযোগিতা দিয়ে গাড়ি চালানোই মুলত যানজটের প্রধান কারণ।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানের মোবাইলে ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি।
Post a Comment