সোনারগাঁওয়ের এক সময়ের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গিট্টু হৃদয়ের সহযোগি কুখ্যাত মাদক ব্যবসায়ী সোলায়মানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আতিকুল ইসলাম। ১৮ জুলাই রবিবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনি এ কারাদণ্ড প্রদান করেন।
রোববার সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আতিকুল ইসলাম নিজ ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার স্ট্যাটাসে উল্লেখ করেন, সোনারগাঁওয়ের কুখ্যাত মাদক ব্যবসায়ী গিট্টু হৃদয় যিনি কিছুদিন পূর্বে ক্রসফায়ারে মারা গেছেন, তার অন্যতম সহযোগী মাদক বিক্রেতা সোলায়মানকে সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
স্ট্যাটাসে মাদক বিক্রেতাদের বিষয়ে তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার কথা জানিয়েছেন তিনি।
এদিকে, স্ট্যাটাসটিকে ঘিরে অনেকেই মাদক বিরোধী বিভিন্ন মন্তব্য প্রকাশ করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে ধন্যবাদ জানান। পাশাপাশি তার এমন কাজকে সাধুবাদ জানিয়ে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ জানান।
Post a Comment