ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে পোশাক শ্রমিক শফিক ও জাহিদ নিহত হয়েছে। জেলার বন্দর উপজেলার কামতাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শ্রমিক নিহতের ঘটনার খবরে নিহতদের সহকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে। নিহতরা স্থানীয় টোটাল ফ্যাশন লিমিটেড এ কাজ করতেন।
আন্দোলনরত শফিক ও জাহিদের একাধিক সহকর্মী জানান, নিহত দু’জনই পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান টোটাল ফ্যাশেনে কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার অটো রিক্সা দিয়ে কাজে যাওয়ার সময় দ্রæত গতির একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে সহকর্মীরা খবর পেয়ে বালুর বস্তা ফেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র কুমার জানান, সহকর্মীদের মৃত্যুর ঘটনায় শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে বন্দর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়ার পর সড়ক সচল হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে।
Post a Comment