সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের কুখ্যাত ডাকাত সর্দার সামু ডাকাতের সহযোগি মফিজুল ডাকাত (৩৮) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ (১৩ জুন) রবিবার সকালে সনমান্দী ইউনিয়নের মারবদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে, স্থানীয় জনতা আগের দিন গত ১০ জুনের একটি ডাকাতি ঘটনার সাথে জড়িত অভিযোগে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।
সোনারগাঁও থানা পুলিশ জানায়, গত ১০ জুন রাতে সনমান্দী ইউনিয়নের জোয়ারদ্দী গ্রামের প্রবাসী মিজান সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ডাকাতির ঘটনায় ডাকাত মফিজুল জড়িত রয়েছে এমন অভিযোগে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, ছেনা, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ডাকাত মফিজুল সনমান্দী ইউনিয়নের মারবদী গ্রামের আলম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধীক মামলা রয়েছে। বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment