পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল (আইফোন) ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী। গতকাল সোমবার রাজধানীর বিজয় সরণীতে নিজের গাড়িতে বসাবস্থায় মন্ত্রী বসে ব্রাউজ করার সময় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (০১ জুন) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এম এ মান্নান নিজেই এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, কাল সচিবালয় থেকে যাওয়ার সময় রাজধানীর বিজয় সরণী এলাকায় নিজের গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করার সময় কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগের কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। পরে বুঝতে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে তার মোবাইল নিয়ে যাওয়ার কথা জানান। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি বলে জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, এ বিষয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
Post a Comment