কঠোর লকডাউনের সময় পরিবর্তন হয়েছে। সোমবারের পরিবর্তে আগামী ১ জুলাই বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এর আগে শুক্রবার (২৫ জুন) রাতে আগামী সোমবার (২৮ জুন) থেকে ৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন’র সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তাতে বলা হয়েছিল, জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরী পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।
জরুরি কারণ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। গণমাধ্যম লকডাউনের আওতা বহির্ভূত থাকবে। সভায় সিদ্ধান্ত হয়, লকডাউনে জরুরি সেবা ছাড়া বাকি সব কিছু বন্ধ হয়ে যাবে। জরুরী বিষয়গুলো কি তা আগামীকাল (রোববার) স্পষ্ট করা হবে।
Post a Comment