আগামী ১ জুলাই বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠ চষে বেড়াচ্ছে সোনারগাঁও উপজেলা প্রশাসন। আজ (২৮ জুন) সোমবার সকাল থেকে মাঠ চষে বেড়াচ্ছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম মোস্তফা মুন্না।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সোনারগাঁও উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে জনসাধারণকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন।
এছাড়া, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা, ত্রিবর্দী চৈতী গার্মেন্টস এলাকা, পানাম সিটি ও পৌরসভার গুরুত্বপূর্ণ স্থান, উপজেলা পরিষদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় স্বাস্থ্য বিধি না মেনে হোটেল, শপিংমল, সিএনজি ও বিভিন্ন দোকানদারসহ ১৪ জনকে ৯ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহবান জানানোর পাশাপাশি সতর্কও করেন।
Post a Comment