সোমবার দৈলেরবাগ এলাকায় সোনারগাঁওয়ের স্থানীয়দের বাঁধার কারণে আমাদের লোকজন কাজ করতে পারেনি। তারা প্রায় ৫ ঘন্টা আমাদের লোকজনকে অবরুদ্ধ করে রাখে। বৈরি আবহাওয়া সত্তেও আমরা কাজ করতে গিয়ে কাজ করতে পারিনি। তারা যদি বাঁধা না দিত আমরা ২৪ ঘন্টার মধ্যেই কাজ শেষ করেই গ্যাস লাইন চালু করতে পারতাম। আজ রাত ৯টার কিছু পর তিতাস গ্যাসের নারায়ণগঞ্জের ব্যবস্থাপক মেজবাউর রহমানের সাথে গ্যাসের সর্বশেষ অবস্থা জানতে কথা বলার সময় তিনি সোনারগাঁও দর্পণ’কে এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে মেজবাউর রহমান জানান, আমরা আশাকরি আগামীকাল সারাদিন কাজ শেষে গ্যাস সংযোগ দিতে পারব। তবে, এতে সকলের সহযোগিতা অবশ্যই প্রয়োজন।
উল্লেখ্য, গত ৫ জুন অবৈধ সংযোগ কাটতে গিয়ে অবৈধ সংযোগের সাথে বৈধ গ্যাস সংযোগের গ্রাহকদের লাইন সংযোগ বিচ্ছিন্ন করায় ১৭ দিন ধরে গ্যাস বঞ্চিত হচ্ছে সোনারগাঁও পৌরসভার একাংশের প্রায় ৮/৯ হাজার গ্রাহক। অপরদিকে, গতকাল তিতাস গ্যাস কর্তৃপক্ষ সঞ্চালন লাইনে কাজ করতে ২৪ ঘন্টা সময় নিয়ে বন্দর, মেঘনা শিল্পাঞ্চল,মোগরাপাড়া,লাঙ্গলবন্দসহ সোনারগাঁও তিতাস গ্যাস ট্রান্সমিশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখে। যা আজ ২২ জুন সকাল ৮টার মধ্যে চালু হওয়ার কথা ছিল।
Post a Comment