তেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সুমন (২২), জয়নাল (২৮) ও আকাশ (১৯)। মঙ্গলবার ভোরে উপজেলার ত্রিবর্দী এলাকার চৈতী গার্মেন্টসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত তেল মাপার কাজে ব্যবহৃত মোটর, ৩ টি টিনের খালি ড্রাম, ৪ টি প্লাস্টিকের খালি গ্যালন ও তেল চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
সোনারগাঁও থানার এস আই (উপ-পরিদর্শক) ইমরান হোসেন জানান, উপজেলার ত্রিবর্দী এলাকার চৈতী গার্মেন্টস’র সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বিভিন্ন গাড়ি থেকে তেল চুরি করার সময় হাতেনাতে গ্রেফতার করেন। আসামিরা হলো- গ্রেফতারকৃতরা হলো পটুয়াখালী জেলার গুয়াবাড়ীয়া গ্রামের রাজ্জাকের ছেলে সুমন (২২) , আড়াইহাজার থানার ডেঙ্গুরকান্দি গ্রামের হোসেন আলীর ছেলে জয়নাল (২৮) ও ডেমরা থানার রাজাখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে আকাশ (১৯)। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment