আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে পরের দিন মঙ্গলবার ২২ জুন সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্যাস থাকবেনা বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ সংবাদপত্রে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্র্তৃপক্ষ এ তথ্য জানায়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ উল্লেখ করে, মডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের জন্য মেঘনাঘাট, মোগরাপাড়া, সোনারগাঁও, পিরোজপুর, আষাঢ়িয়ার চর, ঝাউচর, কেওডালা,লাঙ্গলবন্দ এবং সোনারগাঁও টিবিএস লাইনের সাথে সংযুক্ত সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ আগামীকাল ২১ জুন সোমবার সকাল থেকে আগামী ২২ জুন মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। এ জন্য কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন।
Post a Comment