নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজ তোলার সময় দুই চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১১’র সদস্যরা। জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজিকালে গত ৩ জুন বৃহস্পতিবার সকালে তাদের আটক করে। আটককৃতরা হলো পটুয়াখালী জেলার কামাল হোসেন (৪২) ও ময়মনসিংহ জেলার রাকিব হোসেন (২০)। এসময় তাদের সাথে থাকা চাঁদাবাজির ১ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১১ থেকে এতথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই চাঁদাবাজ চক্রটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে জোর করে প্রতি গাড়ি থেকে দৈনিক ৫০ টাকা থেকে ১০০ টাকা অবৈধভাবে চাঁদা আদায় করাবস্থায় হাতে নাতে তাদের আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করে গ্রেফতার দেখানো হয়।
Post a Comment