সারাদেশে তৃতীয় ও নারায়ণগঞ্জে ৪র্থ দফা লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বুধবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে কঠোর লকডাউনের বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারির পর জেলা জুড়ে সতর্কতার কার্যক্রম গ্রহণ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। ইতোমধ্যে জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ্র নির্দেশে প্রতিটি উপজেলার বিভিন্ন হাট-বাজার, গুরুত্বপূর্ণ স্থান ও পাড়া-মহল্লায় মাইকিং করে স্থানীয়দের সতর্ক করেছে উপজেলা প্রশাসন। মাইকিংয়ে সকলকে করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে সরকারের নেয়া পদক্ষেপকে সফল করতে সতর্কতা জারির পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রচারণা করা হয়েছে।
আরও বলা হয়েছে, অতি জরুরী প্রয়োজনে কেউ ঘর হতে বের হতে পারবেন না, প্রমাণ সাপেক্ষে শুধু রোগী ও জরুরি সেবায় নিয়োজিতরা ঘরের বাইরে বের হওয়ার সুযোগ পাবে ও দাফন এবং সৎকারের কাজে বের হওয়া যাবে। উত্থাপিত অতি জরুরী প্রয়োজনের প্রমাণ অবশ্যই প্রদর্শণ করতে হবে। পুলিশের দেওয়া কোনো মুভমেন্ট পাস থাকবে না। জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া অফিস-আদালত সব বন্ধ থাকবে। ওষুধের দোকান, হোটেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। বিনা কারণে ঘরের বাইরে বের হলেই গ্রেফতার। বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে থাকবে পুলিশ, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। সেনাবাহিনী ও পুলিশকে নির্বাহী ক্ষমতা প্রদান করবে জেলা প্রশাসন।
Post a Comment