সোনারগাঁও দর্পণ
নারায়ণগঞ্জে তৃতীয় দফা লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে ছিল প্রতিটি উপজেলা প্রশাসন। জেলা সদর, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর উপজেলা প্রশাসন ও প্রতিটি থানা পুলিশ প্রশাসন ছিল কঠোর অবস্থানে। তবে লকডাউনের সিদ্ধান্তের বিষয়টি যাদের অজানা ছিল তারা বাইরে বের হয়ে পড়েন বিপাকে। পাননি চাহিদানুযায়ী যানবাহন। দোকানপাট বন্ধ থাকায় অনেকেই কিনতে পারেননি প্রয়োজনীয় পণ্যদ্রব্য।
জনসাধারণকে স্বাস্থ্যবিধির আওতায় আনতে সকাল থেকে বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৬টা) প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের মাঠে কাজ করতে দেখা গেছে। নয় দিনের ডাকা লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে ছিল সোনারগাঁও উপজেলা প্রশাসন। লকডাউনের প্রথমদিন ২২ জুন মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তা, মেঘনা শিল্পাঞ্চল ও কাঁচপুর শিল্পাঞ্চলসহ বিভিন্নস্থানে যানবাহন এবং লকডাউন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রথম দিন হিসেবে সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও এসিল্যান্ড গোলাম মোস্তফা মুন্না। তবে যানবাহন তেমন না থাকায় ভোগান্তিতে পরেছেন বিভিন্ন জরুরী কাজে বাইরে বের হওয়া নানান শ্রেণি পেশার মানুষ।
Post a Comment