মাথার খুলি বিহীন বিরল আকৃতির এক ছেলে শিশুর জন্ম হয়েছে সোনারগাঁওয়ে। আজ বুধবার (০২ জুন) দুপুর ২টার দিকে সোনারগাঁও সেন্ট্রাল সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ইসরাত জাহান হাওয়া (২০) নামে এক অসহায় গর্ভবতী নারীর গর্ভ থেকে ছেলে শিশুটির জন্ম হয়। যদিও ডেলিভারীর আগে আল্ট্রাসনোগ্রামে বাচ্চার মাথার খুলি না থাকার বিষয়টি জেনেছিল চিকিৎসক ও শিশুটির পরিবারের সদস্যরা। এ ধরনের ঘটনা সোনারগাঁওয়ে এটাই প্রথম।
নতুন মা হওয়া ইসরাত জাহান হাওয়া চাঁদপুর জেলার বাসিন্দা হলেও তিনি সোনারগাঁওয়ে ভাড়া বাসায় থাকেন। তবে, শিশুটির জন্মের পর বিকেলেই তারা চলে যান।
সোনারগাঁও সেন্ট্রাল হাসপাতালের জেনারেল ম্যানেজার শফিকুল আজিম তুহিন জানান, আজ এক গর্ভবতী নারী তাদের হসপিটালে আল্ট্রাসনোগ্রাম করাতে আসে। আল্ট্রাসনোগ্রামে শিশুটির পুরো দেহ স্বাভাবিক থাকলেও মাথার খুলি অনুপস্থিত ছিল। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা শিশুটিকে পৃথিবীতে আনার বিষয়টি নিশ্চিত করলে দুপুর ২টায় সফল অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হলে পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, রোগীর অবস্থা ভালো হলেও শিশুটির বাঁচা-মরা একমাত্র আল্লাহর উপর।
Post a Comment