১ হাজার ৪০০ লিটার চোরাই তেলসহ এ চক্রের ২ সদস্যকে আটক করেছে র্যাব-১১’র সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাব হাটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো আরিফুর রহমান (৪০) ও মোঃ সজিব (৩২)।
এ সময় তেলসহ তাদের ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বৃহস্পতিবার র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আসামীদের বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জাানয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে রাস্তার পাশে পার্কিং করা গাড়ী থেকে জ্বালানী তেল চুরি করে তা অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post a Comment