দেশে একটি কথা চাউর আছে ! ‘চাইলে পুলিশ সবই পারে’ ! কথাটি প্রমাণ করেছেন সোনারগাঁও থানার এস আই ইমরান হোসেন। চুরির অভিযোগের পর মাত্র তিন ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে আসামী সনাক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছেন তিনি।
আদালত সূত্রে জানাযায়, সোনারগাঁও থানার চিলারবাগ গ্রামে ২০ জুন রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কোন এক সময় সজিব মিয়ার মুদির দোকানের তালা কেটে অজ্ঞাত চোর ১টি ২২ ইঞ্চি টেলিভিশন চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে সকাল ৯টার দিকে থানায় মামলা (মামলা নং-২৪)’র পর তদন্তে নামে থানা পুলিশের এসআই ইমরান হোসেন। বেলা ১১টার দিকে চুরি হওয়া টেলিভিশন উদ্ধারের পাশাপাশি চোর শাকিবকে গ্রেফতার করেন তিনি। বেলা ১২টা ৫ মিনিটে আসামী গ্রেফতার ও উদ্ধার হওয়া মালামালসহ আদালতে পাঠিয়ে দেন।
এ ব্যাপারে এসআই ইমরান ‘সোনারগাঁও দর্পণ’কে জানান, এসপি স্যারের নির্দেশ আর বাদীর সহযোগিতায় এ কাজ করা সম্ভব হয়েছে।
Post a Comment