সোনারগাঁওয়ে রাস্তা পারাপার হওয়ার সময় আনুমানিক (৭০) বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শনিবার রাত আনুমানিক রাত ৯টার দিকে দরিকান্দি বাসস্ট্যান্ডের সামনে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে, উপজেলার তার পরিচয় সনাক্তে সকলের সহযোগীতা কামনা করছেন কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের দড়িকান্দি বাসস্ট্যান্ডের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ী ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধের পরিচয় সনাক্তে সকলের সহযোগীতা কামনা করছেন তিনি।
Post a Comment