পেশা তার শৈল্পীক কাজ, রাজমিস্ত্রী। সবাই তাই জানে। কিন্তু সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। র্যাব - ১১’র সদস্যরা তাই বলেছেন। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে সোনারগাঁও থানায় মাদক আইনে একটি মামলাও করেছেন। বলছি সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকার আব্দুল মজিদের ছেলে সেহেলের কথা।
এজাহারে র্যাব জানায়, গত মঙ্গলবার রাতে র্যাব ১১'র বিশেষ অভিযানে সেহেলকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ নগদ ৫১ হাজার ৭’শ টাকা।
আজ বুধবার (১৯ মে) বিকেলে রাজমিন্ত্রীর অন্তরালে মাদক ব্যবসায়ী সোহেলকে সোনারগাঁও থানায় হন্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, রাজমিস্ত্রীর আড়ালে সে দীর্ঘ দিন ধরেই মাদক ব্যবসা করে আসছে।
Post a Comment