নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় ২৩০ গ্রাম গাঁজা, ৩০বোতল ফেন্সিডিলসহ সোহেল (৩০) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
বুধবার (৫ মে) রাত আনুমানিক ১১ টার সময় সোনাকান্দা পানির ট্যাংকি এলাকা থেকে মাদক ব্যাবসায়ী সোহেলকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যাবসায়ী সোহেল দড়িসোনাকান্দা এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন তথ্যের ভিত্তিতে নাসিক ২০নং ওয়ার্ডস্থ সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহেলকে মাদকসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
বন্দর থানার এসআই আবুল খায়ের জানায়, দড়িসোনাকান্দা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সোহেল দীর্ঘদিন ধরে জমজমাট মাদকের ব্যবসা করে আসছিল। তার নামে বন্দর থানা ও দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা,ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেলকে বন্দর থানা হাজতে আটক রাখা হয়েছে। আগামিকাল তালে কোর্টে পাঠানো হবে।
Post a Comment