Halloween Costume ideas 2015

সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁও দর্পণ :

.

প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের মুক্তি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির  দাবিতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন। বৃহস্পতিবার  (২০ মে)  বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিতম হয়।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দুর্নীতির তথ্য জনগণের সামনে তুলে ধরাই সাংবাদিকদের কাজ। দুর্নীতির খবর কেউ আপনা-আপনি দেয় না। এই তথ্য কৌশলে খুঁজে বের করতে হয়। প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামও সেই কাজই করছিলেন। লাগাতার দুর্নীতির তথ্য প্রকাশ করার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা তাকে অন্যায়ভাবে অবরুদ্ধ রেখে নির্যাতন করেছে। শুধু তাই নয়, শতবছরের পুরোনো অফিসিয়াল সিক্রেক্টস অ্যাক্টের মামলায় তাকে আসামি করে জেলে পাঠানো হয়েছে।

.

.

বক্তারা আরও বলেন, ‘সাংবাদিকরা বরাবরই দুর্নীতির চিত্র জনগণের সামনে তুলে ধরেন। এজন্য তাদের সমাজের আয়না বলা হয়। এই দুর্নীতির চিত্র প্রকাশ করায় বিভিন্ন সময় সাংবাদিক নির্যাতন, হামলা, মামলার শিকার হয়েছেন। তবে এতে দমে যায়নি প্রকৃত সাংবাদিকরা। তারা অন্যায়কারীদের দাসত্ব কখনও মেনে নেয়নি। প্রকৃত সত্য উন্মোচন করার জন্য তাদের চোর বলে সম্বোধন করা হলেও তাতে ক্ষতি নেই। বারবার নির্যাতিত হবে তবুও লিখবে। এটাই তাদের কাজ। সুতরাং দুর্নীতিবাজ আমলারা সময় থাকতে শুধরে যান।


সংগঠনের সভাপতি কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ, সাংবাদিক আফসার বিপুল, প্রথম আলোর সংবাদদাতা গোলাম রাব্বানী শিমুল, কবি কাজল কানন, সমগীত সাংস্কৃতিক অঙ্গনের প্রতিষ্ঠাতা অমল আকাশ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, জেলা গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম বিপ্লব, নারী সংহতি আন্দোলনের সম্পাদক পপি রাণী সরকার প্রমুখ। সঞ্চালনা করেন সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েল।

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget