সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সানি (৩০)’কে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে।
সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার মো. ইয়াউর রহমান জানান, অন্যতম শীর্ষ সন্ত্রাসী সানির বিরুদ্ধে সোনারগাঁও থানায় আগ্নেয়াস্ত্র, ডাকাতি, ছিনতাই, মাদক, চাঁদাবাজীসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সে দীর্ঘ দিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসী সানি বাড়ি মজলিশ গ্রামের রোস্তম আলীর ছেলে।
তিনি আরও জানান, আজ (১১ মে) মঙ্গলবার হেফাজত ইসলামের দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment