সোনারগাঁওয়ে সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ৭জন আহত হয়েছে। আহতদের মদনপুরের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার (১৭ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় মেঘনা ব্রীজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গজারিয়া থেকে একটি সিএনজি (ঢাকা মেট্রো থ ১১- ৩০৪৩) উল্টোপথে মেঘনা যাওয়ার সময় এবং একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো হ ৬৪-৫২৪৯) মেঘনা থেকে গজারিয়া যাওয়ার সময় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিতে থাকা ৫ জন ও মোটরসাইকেলে থাকা ২ আরোহি গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সিএনজিটি সজোড়ে উল্টোপথে যাওয়াই দুর্ঘটনার কারণ। তারা আরো অভিযোগ করেন, হাইওয়ে পুলিশ সড়কে থাকলেও আদতে উল্টোপথে যাতায়াত করা সিএনজিগুলোকে তারা কিছুই বলে না। অভিযোগ রয়েছে, পুািলশকে বিশেষ সুযোগ দিয়ে সিএনজি চালক ও মালিকরা দীর্ঘদিন ধরেই উল্টোপথে এসব গাড়ি চালতে সহযোগিতা করে।
Post a Comment