সোনারগাঁও দর্পণঃ
জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্থা এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় সোনারগাঁওয়ের সকল সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়। এছাড়া আয়োজিত মানববন্ধনে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতায় দেশ বিদেশে বহু নজির তৈরী করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিময়-দুর্নীতি নিয়ে সংবাদ করার আক্রোশেই সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টার বেশী সময় আটকে রেখে তাকে শারীরিক, মানসিকভাবে হেনস্থার পর তাঁর বিরুদ্ধে হয়রানীমুলক অফিসিয়াল সিক্রেটস এ্যাক্ট আইনে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত।
বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার,তার মুক্তি ও তাঁকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
Post a Comment