ইন্টারনেট সংক্রান্ত কারিগরি সমস্যার কারণে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং গত ১৩ থেকে ১৫ মে তারিখের সংবাদ “সোনারগাঁও দর্পণ” এর পাঠকদের কাছে পৌছে দিতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন “সোনারগাঁও দর্পণ” পরিবার।
“সোনারগাঁও দর্পণ”র সম্পাদক মোকাররম মামুন জানান, গত ১৩ মে থেকে ইন্টারনেট জটিলতার কারণে (উন্নয়ন কাজের সময় ভুলবশত সংযোগ লাইন কাটা পরায়) ঈদের আগের দিন, পবিত্র ঈদুল ফিতরের দিন এবং তার পরের দিন ‘সোনারগাঁও দর্পণ’র পাঠকদেরকে ঈদের শুভেচ্ছাসহ কোন ধরণের সংবাদ প্রকাশ করা সম্ভব হয়নি। তাই সারা বছর সাথে থাকা পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়িদের শুভেচ্ছা জানাতে না পেরে এবং সংবাদ দিতে না পেরে অনেক দুঃখ প্রকাশ করেন তিনি।
যদিও ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থার কাছে সংযোগ লাইনে কোন সমস্যা হয়েছে জানালে তাদের টেকনিশিয়ানরা ঈদের ছুটিতে চলে যাওয়ায় তাদের পক্ষেও লাইন সচল করা সম্ভব হয়নি। তাই বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুনুধ্যায়িদের অনুরোধ জানিয়েছেন সম্পাদক মোকাররম মামুন।
Post a Comment