প্যালেস্টাইনে মুসলমানদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোনারগাঁও প্রেসক্লাবের সামনে দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনটির সদস্যরা ছাড়াও সোনারগাঁও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী ফিলিস্তিনে ইসরায়েল এর দ্বারা মুসলমানদের ওপর যে পাশবিক অত্যাচার ও নির্যাতন করা হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রæততম সময়ের মধ্যে হামলা ও নির্যাতন বন্ধ করতে জাতিসংঘের প্রতি আহবান জানান।
সোনারগাঁও উপজেলা উদিচী শিল্পী গোষ্ঠি’র সভাপতি শংকর প্রকাশ এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে সূবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি শাহেদ কায়েস, সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সাংবাদিক ফজলে রাব্বি সোহেল, রবিউল হুসেইন, মিজানুর রহমান মামুন, ব্যাংকার মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Post a Comment