Halloween Costume ideas 2015

আমরা কি স্ত্রী নিয়েও ঘুরতে পারবনা - আল্লামা মামুনুল হক


সোনারগাঁও দর্পণ :

আল্লাহ্র কসম আমি কোন খারাপ কাজ করিনি। আমি আমার স্ত্রীকে নিয়ে দুপুরে ঘুরতে এসেছি। আমি সিলিব্রেটি বলে আমরা কি স্ত্রী নিয়েও ঘুরতে আসতে পারবনা। উপস্থিত মিডিয়াকর্মীদের একের পর এক প্রশ্নের জবাবে এভাবেই উত্তর দিচ্ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক। শনিবার সন্ধ্যার আগে আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতাকর্মীদের দ্বারা অবরুদ্ধ হয়ে ও গণমাধ্যমকর্মীদের প্রশ্নের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তর দেয়ার সময় তিনি এসব কথা বলেন। 

এদিকে, স্থানীয় সিভিল প্রশাসন, জেলা ও স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামুনুল হককে সম্মানের সাথে নিরাপদ স্থানে নিয়ে মুল ঘটনা জানার চেষ্টা করে। সে সময় হঠাৎ মাওলানা ইকবালের নেৃতৃত্তে¡ রয়েল রিসোর্টে হামলা করে হেফাজতে ইসলামের বিক্ষুব্দ নেতাকর্মী। তারা সোনারগাঁও রয়েল রিসোর্টে ব্যাপক হামলা চালিয়ে ভাঙচুর করে এবং এক পর্যায় রিসোর্টের ৫০১ নম্বর কক্ষ থেকে পুলিশ ও সিভিল প্রশাসনের সামনে থেকে ছিনিয়ে নিয়ে যায়। 


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget