গত ৩ এপ্রিল সোনারগাঁও পৌরসভায় রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককাণ্ডে সোনারগাঁওয়ে দায়ের করা মামলাসহ দেশের বিভিন্ন জায়গায় সম্প্রতি হেফাজতের সহিংসতা জ্বালাও - পোড়াও এবং হামলার ঘটনায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে করা মোট ১৬টি মামলার দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
বনজ কুমার জানান, গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হেফাজতে ইসলাম সহিংসতার ঘটনা ঘটায়। পরবর্তীতে আরও বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় অনেকগুলো মামলাও হয়েছে। পিবিআই শুরু থেকেই প্রতিটি মামলার ঘটনাস্থল অনুযায়ী স্থিরচিত্র (ছবি) ও ভিডিওচিত্র রাখার চেষ্টা করেছে। পুলিশ সদর দফতরের নির্দেশে পিবিআই ১৬টি মামলার তদন্তভার পায়। মামলাগুলোর তদন্তের সময় ভিডিওচিত্র ও স্থির চিত্র দেখে এসব ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত করতে চেষ্টা করবে। যারা সহিংসতাকাণ্ডে জড়িত ছিলেন না তাদেরকে এসব মামলায় কোনোভাবেই সম্পৃক্ত করবে না পিবিআই।
এই মামলাগুলো নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে মামলাগুলো তদন্ত করে প্রতিবেদন জমা দেয়া হবে।
Post a Comment