সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টেকাণ্ডের ঘটনায় করা মামলায় উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ও হেফাজত নেতা মওলানা ইকবাল হোসেন ও চৌরাস্তা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও উপজেলা হেফাজতের সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন খানসহ ৪ হেফাজত নেতাকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবিরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড হওয়া বাকী দুই আসামী হলো, উপজেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক শাজাহান শিবলী ও সহ-সভাপতি হাফেজ মোয়াজ্জেম হোসেন। গ্রেফতারকৃতরা সোনারগাঁও থানায় দায়ের করা ৭টি মামলার মধ্যে ৬টি মামলার আসামী।
এর আগে তাদের রাজধানীর জুরাইন এলাকার একটি মাদ্রাসার সামনে থেকে রবিবার দিবাগত ভোরে তাদের গ্রেফতার করে র্যাব-১১ এর সদস্যরা।
Post a Comment