সোনারগাঁও দর্পণ :
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বুধবার দিবাগত মধ্যরাতে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন এমন একটি খবর চাউর হয়েছিল। উপস্থিত স্থানীয়রা ধরণা করেছিলেন হয়তো র্যাব সদর দফরের সদস্যরা তাকে গ্রেফতার করেছেন। আদতে তাকে গ্রেফতার করা হয়নি।
একটি সূত্র থেকে জানাগেছে, আল্লামা মামুনুল হক দুপুর দুই টার কিছু পরে গত ২৬ ও ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনে শহিদ ও আহত পরিবারের মাঝে অনুদান প্রদান করেছেন। এ সময় আখাউরার মুনিয়ন এলাকার শাহবাজ মিয়ার ছেলে মওলানা হুসাইন আহমেদ (১৮), বি-বাড়িয়া সদরের কুলুমারি এলাকার মোবারক মিয়ার ছেলে শহিদ মোহাম্মদ ফয়সাল, হোসেনপুরের হাড়িয়া এলাকার আব্দুল লতিফের ছেলে শহিদ জহিরুল ইসলামসহ আরো বেশ কিছু নিহত ও আহত পরিবারের মাঝে অনুদানের টাকা হস্তান্তর করেন।
Post a Comment