সোনারগাঁও দর্পণ :
হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হকের রয়েলকান্ড ও ফেসবুকে রাষ্ট্র বিরোধী অপপ্রচারের অভিযোগে সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি রফিকুল ইসলাম (বিডিআর) এর ছেলে শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চচলের প্রতাপের চর গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) তবিদুর রহমান জানান, গত ৩ এপ্রিল হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের রিসোর্ট ঘটনায় নিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, রাষ্ট্র বিরোধী উসকানীমুলক কর্মকান্ড ও সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টির অভিযোগে গতকাল সোমবার রাতে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ (১৩ এপ্রিল) মঙ্গলবার শাহাদাতকে আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment