সোনারগাঁওয়ের কয়েকটি স্থানে থাকা ১৪০ জন ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে সাহরির সময় খাদ্য বিতরণ করেছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম। রোববার দিবাগত (২৫শে এপ্রিল) রাত দুই টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা, পানাম বাজার, নোয়াইল, উদ্ভবগঞ্জ বাজার, সোনালী ব্যাংক মোড় এলাকায় ছিন্নমূলদের হাতে এসকল খাদ্য তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না।
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সার্বিক নির্দেশনায় এ কর্মসূচি হচ্ছে বলে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন,যারা সমাজে অসহায় ছিন্নমূল তাদের জন্য এই আয়োজন পুরো রমজান জুড়েই অব্যাহত থাকবে।
তিনি বলেন, সামান্য আহারের জন্য অনেকেই রমজানের রোজা রাখতে পারে না, এমন অনুধাবন থেকেই তাদের এই ব্যবস্থা।
সেহরি বিতরণের সময় আরো অনেকে উপস্থিত ছিলেন।
Post a Comment