সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে
সড়ক দুর্ঘটনায় দুই সবজি বিক্রেতা নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
আজ
(০1 মার্চ) শনিবার
ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দী এলাকায় বিভিন্ন সবজি
বিক্রির উদ্দেশ্যে পিকআপ
ভ্যান নিয়ে মহাসড়কে উঠার সময় অপর একটি ট্রাকের ধাক্কায়
এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সবজি ব্যবসায়ী কবির হোসেন (৩৮)
ও আমির মিয়া
(৪৪)।
নিহত
কবির হোসেন উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী গ্রামের আব্দুল
খালেকের ছেলে
ও আমির মিয়া একই গ্রামের রিয়াদ হোসেনের ছেলে
। আহতরা
হলেন অপর দুই সবজি ব্যবসায়ী, খলিল মিয়া ও
আল আমিন।
কাচঁপুর হাইওয়ে
থানার ওসি মনিরুজ্জামান জানান, শনিবার ভোরে
একটি পিকাপ ভ্যানে
করে সবজি নিয়ে
ঢাকার যাত্রাবাড়ীর উদ্দেশ্যে সবজি ব্যবসায়ীরা রওনা হয়।
উপজেলার দড়িকান্দী এলাকায় মহাসড়কে উঠার
সময় চট্টগ্রামগামী অজ্ঞাত একটি দ্রুত গতির ট্রাক
তাদের সবজিসহ সবজি বহনকারী পিকআপটিকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার
করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়েছে। অজ্ঞাত
ওই ট্রাকটিকে পুলিশ
সনাক্ত করে চালককে
আটক করার জন্য
অভিযান চলছে।
Post a Comment