করোনা ভাইরাস সংক্রমন নিয়ন্ত্রণে বিকাল ৫টা নয়, রাত ৯ টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ রোববার সন্ধ্যায় ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, ‘দোকান মালিক সমিতির অনুরোধে ও রোজাদারদের কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যই ক্রেতা-বিক্রেতা সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এর আগে, দোকান ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দিয়ে গত শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল, রোববার থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা থাকবে।
তবে, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধে শর্তসাপেক্ষে জনগণের সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আগের নির্দেশনার ধারাবাহিকতায় ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনায় নতুন এই নির্দেশনা জারি করা হয়।
Post a Comment