সোনারগাঁওয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-চটগ্র্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশন এলাকায় ট্রাকচাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিলেটের হবিগঞ্জের বেকিটেক আশারা গ্রামের মৃত সুরত আলীর ছেলে ছায়েদ মিয়া (৩০) ও একই এলাকার মৃত করিম আলীর ছেলে রহমত আলী (৩৭)।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেলে ছায়েদ মিয়া ও রহমত আলী কুমিল্লা থেকে ঢাকা ফেরার সময় মোগরাাপাড়ার সাদিপুর এলাকার পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ট-১৪-৮২০৭) তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীরা ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তুচালক ও হেলপার পালিয়ে গেছে।
Post a Comment