সোনারগাঁও দর্পণ
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলী করা হয়েছে। সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান মুঠো ফোনে এ তথ্য নিশ্চিত করেন। যদিও হেফাজতে ইসলামের সাথে আওয়ামী লীগের অঙ্গসংগঠন উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঘটে যাওয়া ঘটনার পর পর এ বদলীকে জনস্বার্থে বদলী হিসেবেই দাবী করেছেন তদন্ত পরিদর্শক তবিদুর রহমান।
তবে অনেকের দাবি, গত ৪ এপ্রিল দুপুরে সোনারগাঁ থানায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা লিখিত অভিযোগ দেয়ার সময় হেফাজতের নেতারা থানার ভেতরে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলার একপর্যায় ওসি রফিকুল ইসলামের সামনেই উত্তেজিত হয়ে একটি বেসরকারী টেলিভিশনের সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা এবং গণমাধ্যমকর্মীদের সাথে দুর্ব্যবহার করার কোন ব্যবস্থা না নেয়ায় এ বদলী আদেশ।
এরআগে, গত বছরের ৫ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে পুলিশ সুপারের নির্দেশে সোনারগাঁও থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব নেন রফিকুল ইসলাম।
Post a Comment