কাভার্ডভ্যানের পিছনে খোশ মেজাজে মোটরসাইকেল দিয়ে যাচ্ছে দুই বন্ধু। হঠাৎ খুলে যায় কাভার্ডভ্যানের দরজার কপাট। কপাটের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী বন্ধু কুমিল্লা জেলার বাহুরা এলাকার রবিউল হোসেনের ছেলে সেফায়েতউল্লাহ সালমান ও রূপগঞ্জ উপজেলার ভুলতা পাচাইখা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে রকি মিয়া ছিটকে পরে যায় সড়কে। ঘটনাস্থলেই মারা যায় সেফায়েতউল্লাহ সালমান। গুরুতর আহত অবস্থায় রকিকে হাসপাতালে নেয়ার পর তারও মৃত্যু হয়।
রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায়।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, কাচপুরে স্থানীয় একটি অফিসে ইফতার পার্টিতে যোগদান শেষে বাইকে করে সিফাত ও রকি বাড়ি ফেরার পথে তারাবো পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় হঠাৎ কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ১৮-৯১৩২) এর দরজা খুলে যায়। কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের দুরত্ব কাছে হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দরজার সাথে ধাক্কা লাগলে হতাহতের ঘটনা ঘটে।
কাভার্ডভ্যান ও এর চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
Post a Comment