Halloween Costume ideas 2015

কাঁচপুরে স্বাস্থ্য বিধি মানার বালাই নেই, প্রশাসনেরও নেই তৎপরতা

 


সোনারগাঁও দর্পণ:

সোনারগাঁওয়ের কাঁচপুরে  অবস্থারতদের মাঝে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধির কোন বালাই নেই। যার যেভাবে খুশি চলাফেরা করছেন মনের মতো। কারো মুখে মাস্ক আছে তো কারো মুখে নেই। শারীরিক দুরত্বেরও নেই চর্চা।

কাঁচপুরের কাচাবাজার, বাসস্ট্যান্ড, সেনপাড়া, সিনহা গার্মেন্ট এলাকাসহ বিভিন্ন এলাকায় আজ দেখা গেছে একই চিত্র। এমনকি হাইওয়ে পুলিশ ফাড়ি গেইটের সামনেও দেখা গেছে স্বাস্থ্য বিধি উপেক্ষা করা মানুষের জটলা। 

কাঁচপুর পূর্ব সেনপাড়া মসজিদ মার্কেট এলাকার একাধিক ব্যবসায়ী বলেন, আমরা মাস্ক না পরলে সমস্যা, স্বাস্থ্য বিধি না-কি মানিনা, অথচ পণ্য কিনতে আসা ক্রেতাদের বেশির ভাগই মাস্ক ব্যবহার করেনা। এক সপ্তাহ কঠোর লকডাউনের আগে লক ডাউন নিয়ে যে তোড়াজোড় শুনেছিলাম। আসলে কথায় আছে না ‘আকাশ যত গর্জায়, ততবর্ষায় না’। এবারের লকডাউন অনেকটা তেমনই ভাব। 

প্রশাসনের লোকদেরতো মাঠে দেখাই যায়না। তাদের দাবি, প্রশাসন যদি একটু কঠোর হতো তা হলে মানুষের চলাফেরায়ও শিথিলতা আসত। তাই, স্বাস্থ্য সচেতন সাধারণ জনগণের দাবি, প্রশাসনের আরও কঠোর হওয়ার।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget