সোনারগাঁও দর্পণ :
নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীতে লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জগামী ‘সাবিত আল হাসান’ নামের ওই লঞ্চটি শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে বলে তীরে আসা কয়েকজন যাত্রী জানায়। তবে বেশিরভাগ যাত্রীই নিখোঁজ রয়েছে বলেও জানায় তারা। আজ রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শীতলক্ষা নদীর চর সৈয়দপুর এলাকার চায়না ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, উদ্ধার হওয়া এক নারীকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৬টার দিকে সাবিত আল হাসান নামের একটি যাত্রীবাহী লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে যাওয়ার সময় মালবাহী দ্রæতগামী একটি জাহাজ ধাক্কা দেয়। এতে মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়। যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে উঠেছেন। তবে বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশ জানায়, ঘটনাস্থলে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। আবহাওয়ার কারণে উদ্ধার কাজ করতে সমস্যা হচ্ছে।
Post a Comment