সোনাারগাঁও দর্পণ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার ঐরাবো এলাকা থেকে গত ১ এপ্রিল জবাই করে হত্যা হওয়া যুবকের পরিচয় উদঘাটন করেছে পুলিশ। ১৮ দিন পর পরিচয় উদ্ধারের পাশাপাশি হত্যার কারণ ও হত্যা সংগঠিত ব্যক্তিকেও শনাক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার দায়ে ইমরান নামে নিহতের এক বন্ধুকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, নিহতের নাম সালেহ আহম্দে। পাওনা টাকা আদায় সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে নিহতের বন্ধু ইমরান ছুরিকাঘাতে তাকে হত্যা করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, গত ৩১ মার্চ সিলেটের জালালাবাদ থানার নন্দীরগাঁও এলাকার আলাউদ্দিনের ছেলে সালেহ আহমেদ (২৫) তার বন্ধু তারাবো পৌরসভার দক্ষিণ মাসাবো এলাকার রাজ্জাকের ছেলে ইমরানের দাওয়াতে বেড়াতে আসে। বন্ধুদের মধ্যে পাওনা টাকা নিয়ে দ্ব›দ্ব ছিল। ইমরান পূর্ব পরিকল্পিত ভাবে সালেহ আহমেদকে আসতে বললে সে গত ৩১ মার্চ আসে। পরে তার পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয়।
লাশ উদ্ধারের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গত শনিবার ইমরানকে আটক করলে পুলিশের জিজ্ঞাসাবাদে ইমরান হহত্যাকাণ্ডের কথা স্বীকার করে।
Post a Comment