সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে হেফাজত ইসলামের নেতাকর্মী ও অনুসারীদের তাণ্ডবে দায়ের করা মামলায় আরো ৩ জন আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, হেফাজত ইসলামের নেতা খালেদ সাইফুল্লাহ সাইফ, কর্মী কাজী সমির ও অহিদ। এনিয়ে আজ শুক্রবার (৯ এপ্রিল রাত সাড়ে ১০টা) পর্যন্ত মোট ১৫ জন আসামীকে গ্রেফতার করা হলো।
সোনারগাঁও থানা পুলিশের একটি সূত্র তিনজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানায়, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে পুলিশের হাতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করেই গ্রেফতার করা হয়েছে।
এরআগে, সম্প্রতি উপজেলার পৌরসভা এলাকায় রয়েল রিসোর্টেম হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা আল্লামা মামুনুল হককে নারীসহ অবরুদ্ধের ঘটনায় সংগঠিত হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় এজাহারভুক্ত ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জনই হেফাজত ইসলামের সক্রিয় কর্মী।
Post a Comment