বিনোদন দর্পণ :
আজ সোমবার (৫ এপ্রিল) রক্তক্ষরণ হয়েছে এক সময়ে ঢাকা চলচ্চিত্রের নায়ক ও ঢাকা-১৭ আসনের সরকার দলীয় সংসদ সদস্য
আকবর হোসেন পাঠান ফারুক। তার ছেলে রোশন পাঠান শরৎ গণমাধ্যমকে নায়ক ফারুকের অসুস্থতার খবর জানান।
তিনি জানান, নায়ক ফারুক অসুস্থ হয়ে গত ১৩ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অচেতন অবস্থায় ভর্তি আছেন। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
তিনি আরো জানান, তার বাবার অবস্থা ভালো নয়। রক্তে কিছু সমস্যা ছিল, যা এখনো আছে। আজ পাকস্থলীর ভেতর রক্তক্ষরণ হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা ফারুকের চিকিৎসা করছেন।
আকবর হোসেন পাঠান ফারুক (নায়ক ফারুক) এর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে রোশন পাঠান শরৎ।
Post a Comment