সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেফতার করেছেন পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পৌরভনাথপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টকাণ্ড পরবর্তী হামলা,ভাঙচুর ওলুটপাটের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার তদন্ত ওসি খন্দকার তবিদুর রহমান।
তিনি আরও জানান, এ মামলা ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামী করা হয়। এ পর্যন্ত ৭ মামলায় পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ফারুক আহমেদ তপন মামলা হওয়ার পর বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। আজ রবিবার তাকে আদালতে পাঠানো হবে।
হেফাজত ইসলামের যুগ্ন মহাসচিব মামুনুল হককে স্ব-স্ত্রীসহ অবরুদ্ধের ঘটনা পরবর্তী হামলা, ভাংঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মোট ৮টি মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ও ১ হাজার ৮০০ জনকে আসামী করা হয়। এ পর্যন্ত মামলাগুলোতে পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করেছে। ফারুক আহমেদ তপন বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও আগে সে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
Post a Comment