সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে শেলীনা বেগম নামে
এক (আনুমানিক ৬০) নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া
ইউনিয়নের খুলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত
শেলীনা বেগম একই এলাকার আমির হোসেনের স্ত্রী। নিহতের এক নিকটাত্মীয় জানায়, গত
কিছুদিন আগে গাজীপুরের টঙ্গি এলাকায় ওই নারীর ইসমাইল নামে এক ভাই করোনা আক্রান্ত হয়ে
মারা যায়। সেখানে নিহতের ভাইকে দেখে আসার পর থেকেই জ্বর ও ঠান্ডায় অসুস্থ্য হয়ে ঘরেই
চিকিৎসা করছিলেন তিনি। এমন কি বাড়ির আশেপাশের কেউ বিষয়টি টের পায়নি বা কাউকে জানায়নি।
এদিকে,
এ মৃত্যুর খবর পেয়ে সোনারগাঁওয়ের স্বেচ্ছাসেবী সংগঠন করোনা যোদ্ধারা রাতেই তার লাশ
বাড়ি থেকে নিয়ে ইসলামী শরীয়াহ মোতাবেক নিকটস্থ কবরস্থানে দাফন করেন।
অপরদিকে,
করোনা উপসর্প নিয়ে মৃত্যুবরণকারী সেলীনা বেগমের এক মেয়েও (যিনি তার সাথে মামাকে দেখতে
গিয়েছিলেন) করোনা উপসর্গ বহণ করছে বলে এলাকাবাসী দাবি করে।
বর্তমানে
পরিবারটি নিজেরাই কোরেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
Post a Comment