সোনারগাঁও দর্পণ :
আবারও সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ে যাওয়া এবং তা অব্যাহত থাকায় আগামী ৫ এপ্রিল সোমবার থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ (৩ এপ্রিল) শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, লকডাউনের মধ্যে জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি বেসরকারি-প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্পকারখানা। মন্ত্রী বলেন, ‘মানুষের চলাফেরা যাতে কমতে পারে সেজন্য সরকার আপাতত এক সপ্তাহের জন্য লকডাউন দিয়েছে। তবে সরকারের জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান, ডিসি অফিস, ইউএনও অফিস, ফায়ার সার্ভিস অফিস, দুর্যোগ ব্যবস্থাপনার অফিস, সংবাদপত্র অফিস, হাসপাতাল, ওষুধের দোকান এই ধরনের অফিস ও প্রতিষ্ঠান খোলা থাকবে।
মন্ত্রী বলেন, সব ধরনের মার্কেট বন্ধ থাকবে। লকডাউনের মধ্যে শিল্পকারখানাগুলো একাধিক শিফট করে স্বাস্থ্যবিধি মেনে যাতে শ্রমিকরা কাজ করেন, সেটা নিশ্চিত করতে হবে। তবে, গণপরিবহনের বিষয়ে কোন কিছু স্পষ্ট করা হয়নি।
Post a Comment