Halloween Costume ideas 2015

নজদারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম - এসপি জায়েদুল

সোনারগাঁও দর্পণ :

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারি করা হচ্ছে বলে সতর্ক করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার  মোহাম্মদ জায়েদুল আলম। সোমবার (১৯ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এসব কথা জানিয়ে সর্বসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, সোশ্যাল মিডিয়াসহ সকল সাইটে ব্যক্তিগত স্ট্যাটাস, পোস্ট, কমেন্ট (মন্তব্য) ও শেয়ার বিষয়ে সাধারণ মানুষকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে। কোন স্ট্যাটাস পোস্ট, ভিডিও লাইভ করা, কমেন্ট এবং শেয়ার না বুঝে অসচেতন ভাবে করলে তাকে আইনের নজরদারিতে রাখা হবে। তিহনি আরও বলেন, উত্তেজনাকর বক্তব্য বা গুজব ভিডিও না বুঝে শেয়ার করলে বিপদ হতে পারে উল্লেখ করে তিনি জানান, দূর্বৃত্তরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা ফাঁদ পেতেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে।

এসপি জায়েদুল আলম, অহেতুক হয়রানি থেকে বাঁচতে বিবেক বুদ্ধি খাটিয়ে নিজেকে নিরাপদ রাখার আহবান জানিয়ে বলেন, ইতিমধ্যে পুলিশের সাইবার স্পেশাল ইউনিট ফেসবুকসহ বিভিন্ন সাইট নজরদারি শুরু করছে। সাম্প্রতি বিভিন্ন ঘটনায় নানা স্ট্যাটাস ও মন্তব্য করে অনেকেই আটক হয়েছেন।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget