গত ৩ এপ্রিল হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মামুনুল হকের রয়েল রিসোর্টকাণ্ডের পর সোনারগাঁও থেকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে নিয়ে যাওয়া সোনারগাঁও থানার তৎকালীণ ওসি রফিকুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ (১৯ এপ্রিল) সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্ত বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ প্রেস সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে রফিকুল ইসলামের চাকুরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারী চাকুরি আইন (২০১৮ সালের ৫৭ নং আইন বলে) জনস্বার্থে তাকে সরকারী চাকুরি থেকে অবসরে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
পাশাপাশি সরকারী বিধি বিধান অনুযায়ী এ প্রজ্ঞাপন জারির পর থেকেই সকল অবসরকালীণ সকল সুযোগ-সুবিধা পাবেন বলে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনটির অনুলিপি সরকারের সংশ্লিষ্ট সকল দফতরে পাঠানো হয়েছে।
Post a Comment